সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

প্রতীক পাওয়ার পর জমে উঠেছে ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রতীক পাওয়ার পর জমে উঠেছে ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন 

প্রতীক পাওয়ার পর থেকে জমে উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন। গত ২ মে প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত মিছিল মিটিং, পথসভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন ভাবে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 

চেয়ারম্যান পদে আ.লীগের ৪ জন ও বিএনপির একজনসহ মোট ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম (দোয়াত কলম), জেলা আ.লীগের সদস্য আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ (মোটরসাইকেল), উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা (আনারস), আ.লীগ নেতা ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) এবং ভূঞাপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু (ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সদস্য মনিরুল ইসলাম বাবু (তালা), উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল হক আরজু (টিউবওয়েল), ফলদা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম (টিয়াপাখি) এবং বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান (মাইক) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি (প্রজাপতি), সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া আফরিন খানম লোপা (ফুটবল), জেলা মহিলা আ.লীগের সদস্য মোছা. হোসনে আরা বেবী (কলসি) এবং মঞ্জুয়ারা (পদ্মফুল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

টিএইচ